ছোটবেলা থেকেই ফটোগ্রাফির নেশা থেকে আজ একজন পেশাদার ফটো জার্নালিস্ট

নিজস্ব প্রতিবেদক:
জনাব মইনউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ১৯৭০ সালের ২৫ শে জুলাই জন্মগ্রহণ করেন তিনি একজন অভিজ্ঞ পেশাদার ফটো সাংবাদিক,বাবা ছিলেন বাংলাদেশ রেলওয়ের রেল পরিচালক, মাতা একজন গৃহিনী,
১৯৪৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর উনার বড় মামা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফটোগ্রাফার হিসেবে যোগদান করেন, এবং তখন পুরাতন ঢাকার চানখারপুর লেনে একটি ফটো স্টুডিও চালু করেন এবং পর্যায়ক্রমে অন্য তিন মামা আরও তিনটি স্টুডিও চালু করেন ঢাকার বিভিন্ন এলাকা,সেই সুবাদে শিশু বয়স থেকে ক্যামেরার সাথে খেলাধুলা করতে করতে ফটোগ্রাফির প্রতি আগ্রহ জন্ম নেয়, স্কুল জীবনে চাচাতো চার ভাই আরো চারটি স্টুডিও শুরু করেন একই পরিবারে তখন আটটি স্টুডিও। ছোট মামা আইয়ুব খান আশির দশকে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন তখনই হঠাৎ করে ফটো সাংবাদিকতার নেশা মাথায় ঢুকে কিছুদিন পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন পর লেখাপড়ার কারণে তা চালিয়ে যাওয়া হয়ে ওঠেনি,
২০০০ সালের পরে আবার ফটো সাংবাদিকতা নেশা জেগে উঠে ছোটখাটো কয়েকটি ম্যাগাজিন, পত্রিকায় কাজ করার সময় ২০০৬ সালে ফটো সাংবাদিক শরীফ খানের হাত ধরে প্রায় তিন যুগের পুরাতন স্পোর্টস ম্যাগাজিন ক্রীড়ালোকে যোগদান করেন , দুই বছর কাজ করার পর ২০০৮ সালে পত্রিকার চেয়ারপারসন জনাবা সাজু হোসেন একই প্রতিষ্ঠানের ৪৬ বছর ধরে চলা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক দি নিউ নেশন কাজ করার সুযোগ দেন, বর্তমানে তিনি এই ইংরেজি দৈনিকের চীফ ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছে। পেশাগত কাজের প্রয়োজনে ২০১৩ সালে সাউথ এশিয়া ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ফটো জার্নালিজম ডিগ্রি গ্রহণ করেন, এবং বেশ কিছু কর্মশালায় অংশগ্রহণ ও সম্পন্ন করে সনদ প্রাপ্ত হন, ২০১৭ সালে আবাসন নিউজ২৪.কম কর্তৃক বর্ষসেরা ফটোসাংবাদিক পুরস্কার,
২০২১ সালে বন্ধু মহল ডোনার সোসাইটি মিডিয়া সম্মাননা স্মারক, ২০২২ সালে ধুণিক সংগঠন কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আন্দোলন মিডিয়া বর্ষসেরা পুরস্কার এছাড়া বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে জুলাই ২০২৪ থেকে ২০২৫ ছাত্র জনতা অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাহসী/আহত সাংবাদিক সম্মাননা পুরস্কার ও সনদ অর্জন করেন, স্পোর্টস ফটোগ্রাফি করতে যেয়ে তিনি ভুটান, নেপাল, ভারত, থাইল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,চায়না সহ ১০/১২টি দেশে নিউজ সম্পর্কিত ছবি সংগ্রহের জন্য ভ্রমণ করেন,
বাংলাদেশের একমাত্র পেশাদার সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দুই মেয়াদে নির্বাহী সদস্য ও অর্থ সম্পাদকের দায়িত্ব পালনকালে দেশীয় কৃষ্টি কালচার রুপ সৌন্দর্য নিয়ে রূপসী বাংলা নামে অনুষ্ঠিত রূপসী বাংলা ফটো প্রতিযোগিতা ও প্রদর্শনী উদযাপন কমিটির দুই দুইবার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন, নেপাল ফটো জার্নালিস্ট দের সংগঠন এনএফপিজে'র আমন্ত্রণের বাংলাদেশের ১০জন ফটো জার্নালিস্টকে তৎকালীন মান্যবর ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স মি: Ishwar Pokhrel হাত থেকে থার্ড ন্যাশনাল নেপাল লাইভ ফটো জার্নালিজম অ্যাওয়ার্ড প্রদান করা হয় তিনিও সেই দলের একজন হিসেবে সম্মাননা গ্রহণ করেন, হিমালয়ের কোলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের জন্য সারা বিশ্বে বিখ্যাত নেপালের কাঠমন্ডুতে অবস্থিত স্থানীয় একটি কনভেনশন সেন্টারে পহেলা সেপ্টেম্বর ২০২৫ ইং সিজন মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় এশিয়ান প্রফেশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে Asian professional achievement "outstanding photo journalism award "ভুষিত হন, জনাব মইনউদ্দিন আহমেদ এক প্রশ্নের উত্তরে বলেন এ অর্জন আমার একার নয় আমার কর্মস্থল দি নিউ নেশন পরিবার সহ সমগ্র বাংলাদেশের পেশাদার ফটো সাংবাদিকদের।এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই মহান ব্যক্তিকে যার উৎসাহ উদ্দীপনায় আমি দ্বিতীয়বার এ পেশায় ফিরে এসেছি এবং আজ এই পর্যায়।