খুলনার দিঘলিয়ায় বিএনপির বিক্ষোভ: হামলাকারীদের গ্রেফতারের দাবি

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলির ঘটনার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপি আজ ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
পথের বাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলটি প্রদক্ষিণের পর সভায় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, ব্যর্থ হলে বিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু প্রধান বক্তৃতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, শেখ মোসলেম উদ্দিন, মাস্টার আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতাকর্মী।
বক্তারা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির সম্মেলনে সকল নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।