জন্ম নেওয়া নবজাতক চুরি: শাহজাদী ও মায়েকে আদালত কারাগারে পাঠালেন

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত রবিবার ২১ সেপ্টেম্বর শারীরিকভাবে সুস্থ শাহজাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শাহজাদীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জামিন আবেদনও হয়নি। ১১ দিনের কন্যাশিশুকে মায়ের সঙ্গে আদালতের প্রথা অনুযায়ী কারাগারে রাখা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাগেরহাটের রামপালের বাসিন্দা শাহজাদীর চার কন্যাশিশু রয়েছে। আবারও গর্ভবতী হওয়ায় স্বামী ও পরিবারের পক্ষ থেকে ছেলে সন্তানের প্রত্যাশার চাপ ছিল। কন্যা হলে বিবাহ বিচ্ছেদের হুমকিও ছিল। চাপে দিশেহারা শাহজাদী ১৫ সেপ্টেম্বর হাসপাতালে অন্য নারীর ছেলে নবজাতক চুরি করেন।
পুলিশ ও সিসি ক্যামেরার মাধ্যমে শিশুটি উদ্ধার করা হয়। চুরি যাওয়া শিশুর বাবা মির্জা সুমন শাহজাদী ও তার মাকে মানবপাচার আইনে আসামি করে মামলা করেন। নার্গিস বেগম ছয় দিন ধরে কারাগারে ছিলেন। শাহজাদী হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ কর্মকর্তা জানান, শারীরিকভাবে সুস্থ হওয়ায় আদালতে হাজির করা হয়েছে। নবজাতকের বিষয়ে আদালতে কোনো আলাদা দাবি উত্থাপন হয়নি।