মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
খুলনা ব্যুরো :
১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, জনাব মোঃ মোখতার আহমেদ। খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক পিপিএম; পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা); অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক মোঃ আবু জাফর এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের মা বেগম নুর নাহার।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদসk্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।