সংবাদ শিরোনাম

মিশরে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্যাপন

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন   |   জাতীয়

মিশরে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্যাপন

কায়রো (মিশর), ১৭ ডিসেম্বর:  

 মিশরের কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গতকাল যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। এদিন জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করার মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।   

রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ, সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া, তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ করেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশ মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভে ভূমিকার জন্য মিশরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে পোস্টাল ভোটিংয়ের বিষয়ে আলোচনা করেন। তিনি মিশরে বসবাসকারী যেসব বাংলাদেশি নাগরিক পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন করেছেন তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি যারা নিবন্ধন সম্পন্ন করেন নি তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানান।  

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব, আন্তঃসরকারি সংস্থা এবং কনস্যুলার  এম. ফরহাদুল ইসলাম। এছাড়া, আরো অংশগ্রহণ করেন মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবী এবং মিশরীয় এবং বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্বরা।