সংবাদ শিরোনাম

খুলনা ওয়াসায় কর্মক্ষেত্রে ভয় ও অনিয়ম, তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা ওয়াসায় কর্মক্ষেত্রে ভয় ও অনিয়ম, তদন্ত কমিটি গঠন

খুলনা ব্যুরো :

খুলনা ওয়াসার অফিসে কর্মক্ষেত্রে ভয়, অনিয়ম ও শারীরিক হুমকির অভিযোগ উঠার পর দেড় মাস পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ অক্টোবর নকশাকারক জি এম গফফার হিসাব রক্ষককে একটি ফাইল জোরপূর্বক অনুমোদন করতে চাপ দেন। হিসাব রক্ষক মেনে না নেওয়ায় গফফার ক্ষিপ্ত হয়ে তার ইউনিয়নের ৩০–৪০ জনকে অফিসে জড়ো করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় শহরের কিছু পানির পাম্প বন্ধ রাখার মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়, এবং হিসাব রক্ষককে গালিগালাজ ও শারীরিক হুমকি দেওয়া হয়। এতে অফিসে আতঙ্ক তৈরি হয় এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

নতুন ব্যবস্থাপনা পরিচালক যোগদানের পর বিষয়টি আবার আলোচনায় আসে। গত ১৫ ডিসেম্বর সোমবার সচিব মাহেরা নাজনিনের স্বাক্ষরিত স্মারকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশসহ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

অভিযুক্ত জি এম গফফার খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। অভিযোগ আছে, তিন-চার বছর ধরে নিয়মিত ডিউটি না করেও বেতন উত্তোলন করছেন। একই সঙ্গে স্থানীয় প্রভাবশালী কর্মকর্তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসী এখন অধীর আগ্রহে তদন্ত প্রতিবেদন ও তার ফলাফলের দিকে তাকিয়ে আছে।