নির্বাচনে প্রার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বুধবার বেলা ১২টার দিকে তিনি জেলা রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী,কর্মীসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। নূরুল ইসলাম বুলবুল সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেরও দাবি জানান এবং ভোটার ও সংশ্লিষ্ঠ সকলের দোয়া প্রত্যাশা করেন। এসময় জেলা জামায়াতের দায়িত্বশীল পাঁচ নেতা কর্মী উপস্থিত ছিলেন।