সংবাদ শিরোনাম

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেসক্লাবের মনোনয়নপত্র দাখিল

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন   |   জাতীয়

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেসক্লাবের মনোনয়নপত্র দাখিল

প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :

ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচন তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ২০ ডিসেম্বর সকাল ১০টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্যের চারটি পদসহ মোট ১৩টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রেসক্লাবের মোট ৪৫ জন সদস্যের মধ্যে ৪২ জন সদস্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন।নির্বাচন পরিচালক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।