খুবিতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন
খুলনা ব্যুরো :
খুলনা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৬টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রশাসনিক ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এতে উপ-উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্ট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ, দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বিকালে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া ক্যাম্পাসের ভবন ও আবাসিক হল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও বিএনসিসি সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।