পার্বত্য অশান্তি সৃষ্টি করে ভারতীয় স্বপ্ন পূরণ হবে না: জাগপা”
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা মনে করছে, দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তান তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান অভিযোগ করেন, সীমান্ত পথে নকল মুদ্রা পাচার থেকে শুরু করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের নানামুখী প্রচেষ্টা চলছে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করা।
তিনি প্রশ্ন তোলেন, ভারত যখন নিজেদের সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত সেনা ক্যাম্প স্থাপন করছে, তখন বাংলাদেশ কেন এখনো পার্বত্য সীমান্তে পর্যাপ্ত সেনা ক্যাম্প গড়ে তুলছে না? তাঁর দাবি, এটি কারো ইশারা ও কোনো মহলকে খুশি করার অংশবিশেষ হতে পারে।
একই সঙ্গে তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। তাঁর মতে, কিছু ভারতপন্থী সুশীল ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কর্মকাণ্ডে এই আইনি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তিনি শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জোর দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর জাগপার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। কর্মসূচিতে জুলাই সনদের আইনি স্বীকৃতি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ-জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধকরণ, এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচনসহ সাত দফা দাবি উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাগপার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র পথ।”
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, মহানগর জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।