সংবাদ শিরোনাম

যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে হবে -সৈয়দা রিজওয়ানা হাসান

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন   |   জেলার খবর

যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে হবে -সৈয়দা  রিজওয়ানা হাসান

ঢাকা, (১৭ ডিসেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা  রিজওয়ানা হাসান বলেছেন, যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যা বাংলাদেশের ভূ-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে বিস্তীর্ণ  পরিকল্পনা নিতে হবে।

আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে ‘Nodi Project Concluding Seminar On Pathways to Sustainable Management Of the Jamuna River’ প্রকল্পের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যমুনা নদী শাসন ও ব্যবস্থাপনায় নদীর আকার-আকৃতি ও বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে গড়ে ওঠা জীববৈচিত্র্য  ও জীবনযাপনের অপরিহার্য উপকরণগুলো অপরিবর্তিত রাখতে হবে। বোরো চাষাবাদের জন্য পর্যাপ্ত পানির সংস্থান ও লবণাক্ততা হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপান ও জাপানের জনগণকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ধন্যবাদ জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Saida Shinichi, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো: এনামুল হকসহ অন্যান্যরা।