কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২৫ সালের মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় অডিটরিয়ামে শিক্ষক ও কর্মকর্তা সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিএনসিসি’র একটি দল গার্ড অব অনার প্রদর্শন করে।
সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা।
বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।