কানাডার টরন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদ্যাপন
টরন্টো (কানাডা), ২ পৌষ (১৭ ডিসেম্বর):
কানাডার টরন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দপ্তরে গতকাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করার মধ্য দিয়ে ৫৫তম বিজয় দিবস উদ্যাপন করা হয়।
কনসাল জেনারেল শাহ আলম খোকন বাংলাদেশ হাউজে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অর্থনৈতিক সংস্কার, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠনে সরকারের চলমান উদ্যোগসমূহ গুরুত্ব সহকারে তুলে ধরেন। তিনি সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন এবং একইসঙ্গে, তা অব্যাহত রাখতে আহ্বান জানান। কনসাল জেনারেল কানাডায় বসবাসরত সকল প্রবাসীকে ভোটার হিসেবে নিবন্ধন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।