সংবাদ শিরোনাম

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর দোলখোলা ইসলামপুর মোড় এলাকায় একটি হোটেল কক্ষ থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকার ‘হোটেল বিলাসী’র তৃতীয় তলার ৩১২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটির একটি কক্ষে দুইজন ভাড়াটে অবস্থান করতেন। দুই দিন আগে অপর ভাড়াটে বাড়িতে চলে যান। এরপর সোমবার রাতে তানভীর কবির তপু কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে অবস্থান করেন। মঙ্গলবার দুপুরে খাবার দিতে গিয়ে হোটেল কর্তৃপক্ষ দরজায় একাধিকবার ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবকের পেশা ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।