বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর):
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে আজ ঢাকায় ‘Second Small and Medium-Sized Enterprises Development Project-Phase 2’ শীর্ষক প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব
মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ এস, এম, আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির বাস্তবায়নকাল সেপ্টেম্বর ২০২৫ হতে মার্চ ২০৩০ পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্প-মেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তাকরণ। এডিবির এ ঋণ Ordinary Operations (Concessional) হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। উক্ত ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ।
ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ সরকার ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এডিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ফর জাপান Shigeo Shimizu উপস্থিত ছিলেন। এ প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয়।