খুলনা জেলা স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
খুলনা ব্যুরো :
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে “মহান বিজয় দিবস ২০২৫” উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ। খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা); এবং পুলিশ সুপার, খুলনা জনাব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই যোদ্ধাগণ, সুধীসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।