সংবাদ শিরোনাম

পানিবন্দি মন্দিরে সরকারি সহায়তা

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন   |   জেলার খবর

পানিবন্দি মন্দিরে সরকারি সহায়তা

খুলনা প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় পানিবন্দি ১১টি মন্দিরসহ মোট ১২টি মন্দিরকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন জানান, দীর্ঘদিন পানিবন্দি মানুষদের কষ্ট বিবেচনায় নিয়ে পূজা নির্বিঘ্ন করতে এই সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সহায়তায় এ বরাদ্দ কার্যকর হয়।

এবার উপজেলায় ২১৫টি মণ্ডপে পূজা উদযাপিত হলেও পানিবন্দি চারটি মন্দিরে পূজা হচ্ছে না। তবে আটটি মন্দিরে ডিঙি নৌকায় চড়ে ভক্তরা প্রতিমা দর্শনের সুযোগ পাবেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে বলেও জানান ইউএনও।