লালবাগে হাজী সেলিমের বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে বিলাসবহুল গাড়ি জব্দ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫:
রাজধানীর লালবাগে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। সূত্রের তথ্য অনুযায়ী, ভবনটিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বৈঠক হতো বলে অভিযোগ রয়েছে। এছাড়া জোরপূর্বক দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে।
অভিযান চলাকালে বেশ কয়েকটি দামি গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির মধ্যে একটিতে সাবেক সংসদ সদস্যের স্টিকার পাওয়া গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছে।