বিসিবি নির্বাচন: বিভাগে সমঝোতা, ক্লাবে আসল লড়াই

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্জাক
সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। আরেক প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলি খান থাকলেও তৃতীয় প্রার্থী ফরম জমা দিতে না পারায় প্রতিদ্বন্দ্বিতা থাকছে না।
ঢাকায় বুলবুল-ফাহিম এগিয়েয়ে, ঢাকায় ফরম নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও রেদওয়ান ফুয়াদ। সমঝোতা হলে বুলবুল ও ফাহিমের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
চট্টগ্রামে মীর হেলাল এগিয়ে, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি পাঁচজন ফরম নিয়েছেন। তবে জয় প্রায় নিশ্চিত ধরা হচ্ছে মীর হেলালের। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আহসান ইকবাল।
অন্য বিভাগগুলোর অবস্থা
বরিশাল: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন। সিলেট: এগিয়ে আছেন রাহাত শামস।রংপুর: মাত্র একটি আসনে লড়ছেন ছয়জন, এখানেই সবচেয়ে হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা। রাজশাহী: চারজন ফরম নিয়েছেন। ক্যাটেগরি-৩: অংশ নিচ্ছেন খালেদ মাসুদ পাইলট, দেবব্রত পাল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
ক্লাব ক্যাটেগরিতেই আসল প্রতিদ্বন্দ্বিতা
ক্লাব ক্যাটেগরি (ক্যাটেগরি-২) থেকে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তিন পরিচালক পদ ছাড়তে পারেন— ফারুক আহমেদ, আমজাদ হোসেন, ইমরাজ আহমেদ।তামিমের প্যানেলে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। ঢাকার মেয়র প্রার্থী ইশরাক হোসেন শেষ পর্যন্ত লড়ছেন না। ইফতেখার রহমান মিঠু হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।