খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
আজ ২৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এবারের প্রতিপাদ্য ছিল “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০০৯ সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয়, যা জনগণের জন্য ব্যতিক্রমধর্মী আইন। এই আইনের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি দপ্তর থেকে তথ্য চাইতে পারে, ফলে জবাবদিহিতা বৃদ্ধি পায়। সরকারি কর্মকর্তাদের তথ্য প্রদানে সবসময় তৎপর থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।
তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন।
আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।