সংবাদ শিরোনাম

কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানে চার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর

কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানে চার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ ২৮ সেপ্টেম্বর রবিবার  সকালে ভাট্রইধোপা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মো. হাসান মোল্যা (৩২), মো. ইব্রাহিম মিয়া (২৩), মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও সাগর মৃধা (২৫) নামের চারজনকে। 

কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন জানান, জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের আত্মীয়রা থানায় হট্টগোল সৃষ্টি করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।