সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সুশীল সমাজের সঙ্গে সংলাপ শুরু করল ইসি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেন, “এই সংলাপ কেবল নিয়ম পূরণের জন্য নয়; এটি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের কার্যকর ধাপ।”
তিনি জানান, জনগণ যেন নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এবারের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন সিইসি।