সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট

মাসুদ আল হাসান, প্রতিনিধি :
“সাতক্ষীরা শহরের বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও সমাধান” শীর্ষক নাগরিক সংলাপে শহরের নাজুক বর্জ্য পরিস্থিতি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও বাপা সাতক্ষীরার সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, শহরে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। নেই আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন। মাত্র ২০-২২টি ডাস্টবিন থাকলেও সেগুলোর বেশিরভাগই খোলা ও বেষ্টনীবিহীন। ফলে নাগরিকরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলতে হচ্ছে।