লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে সুশৃংখল সীমান্ত বিপাকে চোরাকারবারীরা,বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা।

চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি:
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে সুশৃংখল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমন্ত এলাকা। এছাড়া ও তার দিকনির্দেশনায় বিজিবি সদস্যদের নিরলস প্রচেষ্টায় সাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় কমেছে চোরাচালান।
এই সাফল্যই যেন চোরাকারবারিদের গলার বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। তাইতো কিছু অসাধু চক্র ও চোরাকারবারীরা এখন বিভিন্ন অপপ্রচার এবং মিথ্যা গুজব ছড়িয়ে বিজিবি কে বিতর্কিত করার অপচেষ্টা। এমন কি সিমান্তে চোরাকারবারীদের অভআশ্রম গোড়ে তুলতে, ৫৯ বিজিবি র মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার মতো একজন চৌকস অফিসার কে সরিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত এই কূচক্রী, চোরাকারবারি মহল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধ তারকাটা স্থাপন এবং বাংলাদেশি কৃষকদের গাছ কাটার ঘটনা কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ায় ৫৯ বিজিবি। এবং অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, এই চৌকস অফিসার। যা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রকাশ পাই।
এছাড়া ও গেলে তিন বছরে ৫৯ বিজিবি'র সাফল্য মধ্যে রয়েছে ২শ ৯১ জন আসামিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর, ১শ ৭ কোটি টাকারও বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ। এছাড়া ও ৩ হাজার ৩২৪টি ভারতীয় অবৈধ মোবাইল ফোন জব্দ। এমন সাফল্য যেনো সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের সুফল।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আমরা দেশ রক্ষার মহান ব্রত নিয়ে, সিমান্ত রক্ষায় সম্মুখ যোদ্ধা। সীমান্ত এলাকার জান মাল ও সীমান্ত রক্ষায় বিজিবি সদা সর্বদা প্রস্তুত। এমন কি প্রয়োজনে নিজেদের জীবন বাজি রাখতেও বদ্ধপরিকর বিজিবি।