সংবাদ শিরোনাম

জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ -- ভূমি সচিব

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন   |   জাতীয়

জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ  -- ভূমি সচিব

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর):

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জলমহাল বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শুধু মাছের উৎপাদন ও জীবিকার ক্ষেত্র নয়; পরিবেশের ভারসাম্য, নৌপরিবহন, কৃষি, পানির সরবরাহ ইত্যাদিতেও বড় অবদান রাখে। বর্তমানে দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত আহরণ ইত্যাদির কারণে জলমহালগুলো হুমকির মুখে।

‘সরকারি জলমহাল অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক প্রণয়নাধীন অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে আজ  ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সচিব এসব কথা বলেন। কর্মশালায় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্ব করেন।

সচিব বলেন, জলমহাল কেবল একটি জলাশয় নয়—এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও সমাজজীবনে বহুমুখী অবদান রাখছে। জলমহালগুলোর সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান সিনিয়র সচিব।