ডুমুরিয়ায় মাছের ঘের নিয়ে বিরোধে গণউপদ্রব: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় মাছের ঘেরের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২৭ সেপ্টেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন— পাইকগাছা থানার প্রতাপকাটি গ্রামের নাজমুল খা (২৮), আজিজুল মোড়ল (৩৫) ও রাসেল আহমেদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারমাগুরখালী এলাকায় একটি মাছের ঘের নিয়ে প্রতাপকাটি গ্রামের শুভংকর বৈরাগী ও পঞ্চু গ্রামের শেফালী গাইনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সাজাপ্রাপ্ত তিনজন বহিরাগত হিসেবে শুভংকর বৈরাগীর পক্ষে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে ত্রাস সৃষ্টি করেন।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, জনসাধারণের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরির অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৮ ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।