সংবাদ শিরোনাম

হামলা-ছিনতাইয়ের শিকার দীপ্ত টিভির সাংবাদিক, থানায় মামলা

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন   |   জেলার খবর

হামলা-ছিনতাইয়ের শিকার দীপ্ত টিভির সাংবাদিক, থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দীপ্ত টিভির এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আলমগীর হোসেন সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে তিনি মোটরসাইকেলযোগে সদর উপজেলার দারিয়াপুর গোরস্থান মোড়ে পান ক্রয় করতে যান। এ সময় স্থানীয় মো. সৈয়ব আলী (২৭), মো. আব্দুল্লাহ (২৭) ও অজ্ঞাতনামা আরও একজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে তিনি প্রতিবাদ করলে তারা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিকের কাছ থেকে নগদ ২১ হাজার ৩০০ টাকা, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধির একটি ওয়ালটন ল্যাপটপ (ম‚ল্য প্রায় ৪৫ হাজার টাকা) এবং গুরুত্বপ‚র্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। এতে তার ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করে বলেন, ২০১৯ সালের এক ককটেল বিস্ফোরণ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে আসামিরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান  জানিয়েছেন, এ ঘটনায় মামলা  রুজু করা হয়েছে। হত রাতে পুলিম আসামীর বাড়িতে অভিযান চালিয়ে পাইনি এবং  আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।