সাতক্ষীরায় তথ্য অধিকার দিবস উদযাপন

মাসুদ আল হাসান, প্রতিনিধি :
সাতক্ষীরায় ২৮ সেপ্টেম্বর রবিবার “তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নাগরিক ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। নাগরিকরা সচেতনভাবে তাদের তথ্য অধিকার ব্যবহার করলে দুর্নীতি কমে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।