দৌলতপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে খুলনা মহানগরীর দৌলতপুর বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম - আয়মান, সাড়ে ৪ বছর, পিতা - রিয়াদ, দক্ষিণ পাবলা, দৌলতপুর, খুলনা।
নিহত আয়মানের পিতা রিয়াদ বলেন, আয়মান আজ ( মঙ্গলবার) ১৬ ডিসেম্বর সকালে ওর নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মায়ের সাথে রিকশায় চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে দৌলতপুর বাসস্ট্যান্ডের নিকটে পৌঁছালে রিক্সার ঝাঁকিতে আয়মান হঠাৎ করে পড়ে গেলে পেছন দিক দিয়ে আসা বাসের চাকায় পিষ্ট হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন।