মহেন্দ্র উল্টে মা–ছেলের মৃত্যু
খুলনা ব্যুরো :
সাতক্ষীরার তালা উপজেলায় মহেন্দ্র উল্টে পড়ে মা ও তাঁর আট বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) ও তাঁদের ছেলে মুস্তাকিম (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে মহেন্দ্র উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।