বেনাপোলে বিজিবির অভিযানে মাদক সহ অবৈধ মালামাল উদ্ধার
খুলনা ব্যুরো :
১৫ ডিসেম্বর সোমবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও আইসিপি’র সীমান্ত এলাকা থেকে অবৈধ চোরাচালান ও মালিকবিহীন মাদকদ্রব্য উদ্ধার করেছে।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ি, কম্বল, শালচাদর এবং কসমেটিক্স সামগ্রী। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪,৮৮,৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত সীমান্ত পর্যবেক্ষণ ও অভিযান চালিয়ে এই ধরনের অপরাধ কমাতে কাজ করা হচ্ছে।