সংবাদ শিরোনাম

খুলনায় পুলিশের বিশেষ কল্যাণ সভা

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় পুলিশের বিশেষ কল্যাণ সভা

খুলনা ব্যুরো :

খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম-এর উপস্থিতিতে খুলনার শিরোমণি পুলিশ লাইন্সে আজ ১৫ ডিসেম্বর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোঃ রেজাউল হক। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজ্জামান।

প্রধান অতিথি পুলিশ অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আল-বেরুনী, সহকারী পুলিশ সুপার আমির হামজা এবং খুলনা জেলার সকল থানা, ফাঁড়ি ও বিভিন্ন ইউনিটের অফিসার ও ইউনিট ইনচার্জরা।