আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ১ পৌষ (১৬ ডিসেম্বর):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ১৭ ডিসেম্বর ২০২৫ ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ একসাথে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উদ্যাপন উপলক্ষ্যে সকল প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার, অভিবাসন-এর সাথে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিসহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমাদের জাতীয় অর্থনীতি ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের অন্যতম বড় উৎস।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও প্রবাসী বাংলাদেশিরা বড় ভূমিকা রাখছেন। জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী ভাই-বোনদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতাকে শক্তি ও সাহস যুগিয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন প্রথমবারের মতো সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য অভিবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, তাদের কম খরচে যাতে বিদেশে পাঠানো যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরে তাদের জন্য বিশেষ লাউঞ্জ চালু করা হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহে সেবা পেতে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হন সে বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের এ সম্পর্কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মানবপাচার রোধ ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে।
আমি ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”