সংবাদ শিরোনাম

যশোরে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ পাচারকারী আটক

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ পাচারকারী আটক

খুলনা ব্যুরো :

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা বিকাশ কুমার ঘোষ (৩৪)কে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। ভোর সাড়ে ৫ টার দিকে  সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়।

এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি এবং নগদ ১,৫৪৯ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

ঐ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।