যশোরে যুবক খুন,হত্যায় ব্যবহৃত চাকুসহ ২ জন আটক
খুলনা ব্যুরো :
যশোর শহরে তানভীর (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু।
শনিবার রাত ১টার দিকে শংকরপুর হাজারিগেট এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর ওই এলাকার মিন্টুর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। রক্তের চিহ্ন অনুসরণ করতে করতে পুলিশ সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পৌঁছে প্রথমে তাকে আটক করে।
পরবর্তীতে ওই বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকুটি। একই এলাকার আরেক যুবক সাক্ষরকেও আটক করা হয়।
ওসি কাজী বাবুল আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছে তানভীর। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে।