সংবাদ শিরোনাম

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন   |   জেলার খবর

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।

দিবসটি বিভিন্ন আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং অংশগ্রহণমূলক অনুষ্ঠান দ্বারা পালিত হবে।