সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে আজ ৭ ডিসেম্বর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা।
সভায় শুরুতে পুলিশ সুপার আগত সকল সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে মুক্ত আলোচনা হয় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণসচেতনতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে। সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তব্যে পুলিশ সুপার বলেন— সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, চাঁদাবাজি, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে পুলিশি সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।