সংবাদ শিরোনাম

বনানী করাইল বস্তিতে সন্ত্রাসীদের হামলা: রহিমা বেগমের বসতঘর কুপিয়ে লণ্ডভণ্ড, আবারও হামলার হুমকি

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন   |   জাতীয়

বনানী করাইল বস্তিতে সন্ত্রাসীদের হামলা: রহিমা বেগমের বসতঘর কুপিয়ে লণ্ডভণ্ড, আবারও হামলার হুমকি

স্টাফ রিপোর্টর:

রাজধানীর বনানী করাইল বস্তিতে রহিমা বেগম নামে এক নারীর বসতঘরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে পরিচিত একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরে এলোপাতাড়ি কোপায় এবং ঘরবাড়ি ভাঙচুর চালায়।

রহিমা বেগম জানান, তার দুই ছেলে রানা ও সাব্বির করাইল বস্তিতে খাবারের হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। হোটেল ব্যবসার সূত্র ধরে শাহীন, শাকিল, রাকিব ও আশরাফুলসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা রানা ও সাব্বিরের ওপর হামলা চালায়।

হামলায় ধারালো অস্ত্রের কোপে রানার মাথা কেটে যায় এবং সাব্বিরের গলায় গুরুতর আঘাত লাগে। এসময় গিয়াস নামে এক ভদ্রলোক তাদের বাঁচাতে গেলে তিনিও আহত হন।

ঘটনার পর রহিমা বেগম ঢাকা জজ কোর্টে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে জামিনে বের হয়ে আসার পর আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।

রহিমা বেগম অভিযোগ করে বলেন, “গতকাল রাতে আবারও তারা আমার ঘরে হামলা চালিয়েছে। ঘরবাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে এবং বলে গেছে— আজ আবার আসবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।