সংবাদ শিরোনাম

খুলনা–১ আসনে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান আমীর এজাজ খানের

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা–১ আসনে ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান আমীর এজাজ খানের

খুলনা ব্যুরো :

খুলনা–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর এজাজ খান বলেছেন, দলের অভ্যন্তরীণ সকল বিভেদ ভুলে একযোগে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সুরক্ষা।

শনিবার ৬ ডিসেম্বর বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

আমীর এজাজ খান বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।