বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক
খুলনা ব্যুরো :
বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)–এর বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন ভারতীয় পণ্য আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি–সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির সূত্র জানায়, আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, শাল–চাদর, চকলেট, খাদ্যদ্রব্য ও কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯ হাজার ৩৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।