অনিয়মের জালে মোংলার রাতুল ক্লিনিক, জরিমানা আদায়
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
মোংলা পৌর শহরের রাতুল ক্লিনিককে নানা ধরনের অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।
পরিদর্শনে দেখা গেছে, ক্লিনিকের লাইসেন্স নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, নারকোটিক পারমিশন এবং ড্রাগ লাইসেন্স নেই। ক্লিনিক মালিক জোহরা খাতুনকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ক্লিনিকটি সিজার রোগীদের কাছ থেকে ইচ্ছেমতো অর্থ নেওয়ার পাশাপাশি ডাক্তার নিয়মিত থাকেন না, পরীক্ষার রিপোর্ট ভুল পাওয়া যায় এবং ওষুধ ড্রাগ লাইসেন্স ছাড়া বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর ক্লিনিককে সেবার মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল, যা এখনো কার্যকর হয়নি। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে বহুদিন ধরে এই অনিয়ম চলছে।
উল্লেখ্য, সম্প্রতি মাদ্রাসা রোডের রাব্বি ক্লিনিকেও চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু ঘটে, এরপর ক্লিনিকটি সিলগালা করা হয়।