সংবাদ শিরোনাম

গোপালগঞ্জে জামায়াতের ‘হিন্দু শাখা’র ৯ নেতার পদত্যাগ

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন   |   জেলার খবর

গোপালগঞ্জে জামায়াতের ‘হিন্দু শাখা’র ৯ নেতার পদত্যাগ

প্রতিদিনের দেশ ডেস্ক :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তথাকথিত হিন্দু শাখার ৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড কমিটির সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে তারা সংগঠনের পদসহ সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—সভাপতি মনজ মল্লিক (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে কমিটি হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কি না—তা আমার জানা নেই।হঠাৎ এ পদত্যাগের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।