সংবাদ শিরোনাম

সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা জরুরি : কেএমপি কমিশনার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা জরুরি : কেএমপি কমিশনার

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, সুন্দর সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানরা মাদক বা মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।

২১ সেপ্টেম্বর রবিবার  সকাল সাড়ে ১০ টায় নগরীর হোটেল গ্র্যান্ড প্লাসিডে ওয়াটার এইড ও নবলোকের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, “আমাদের সন্তান কখন কার সাথে মিশছে, সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তানরা যেন মাদকাসক্ত না হয় এবং মোবাইল আসক্তিতে না জড়ায়, এজন্য অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরীহ মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে। তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে।

নগরীতে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ছাত্রছাত্রীদের সড়ক সচেতন করতে ‘রোড সেফটি’ ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

সভায় খুলনার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।