খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, আহত আনুমানিক ৩০

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২১ আগস্ট) সকালে এ ঘটনায় পুলিশ ও বাসিন্দাসহ আনুমানিক ৩০ জন আহত হয়েছেন।
সকাল থেকে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। এসময় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভাঙচুর করা হয়।
বাসিন্দাদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ হলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবেন। তাই কোনোভাবেই উচ্ছেদ মেনে নেবেন না। অন্যদিকে পুলিশ জানায়, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে।
প্রায় দুই একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ বাস্তুহারা কলোনিতে বসবাস করছে দুই শতাধিক পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জায়গা লটারির মাধ্যমে ৪২ জনের মধ্যে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনো জমি বুঝে পাননি মালিকরা।##
মাসুদ