অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে ৪২ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক-মানসিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন এক প্রতিবন্ধী নারী। অভিযুক্ত বাবা মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। বাবা ও আপন দুলাভাইয়ের বিরুদ্ধে ওই নারীর হত্যা চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগ তুলে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।
প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া দাবি করেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জন্মের পর থেকেই আমাকে নানাভাবে নির্যাতন করেন বাবা। আমার নামে থাকা সম্পত্তি দখল করতে কয়েক দফায় মারধর ও হামলা করেন বাবা ও দুলাভাই। এমনকি আমার জমি ও মার্কেটে আদালতে মামলা চলমান থাকলেও জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে তারা। এছাড়াও একমাত্র মেয়েকেও ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারী।
সংবাদ সম্মেলনে বাবার শারীরিক নির্যাতনের ও হত্যাচেষ্টার কারনে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার কথা জানান প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া। সংবাদ সম্মেলনে তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এনিয়ে অভিযুক্ত বাবা মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করেন। সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। এনিয়ে মামলা বা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে