দেবিদ্বারে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উপস্থিতিতে দেবিদ্বার পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তর জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া এবং ওয়ালিউল্লাহ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পৌরসভার সহকারী সেক্রেটারি ও পৌর যুব বিভাগের সভাপতি ডা. গোলাম জিলানী।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন ও বৈষম্য দূরীকরণে জামায়াতে ইসলামী সবসময় অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের জন্য জামায়াত কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন, সামাজিক সংস্কার এবং ইসলামী রাজনীতির ধারা সুদৃঢ় করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে যুব বিভাগের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
সভায় দেবিদ্বার পৌরসভা ও আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।