সংবাদ শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল আন্দোলন: পোষ্য কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আল্টিমেটাম

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন   |   জেলার খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল আন্দোলন: পোষ্য কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আল্টিমেটাম

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে ব্যাপক ছাত্রসমাবেশে। হাজারো শিক্ষার্থী উপাচার্যের ভবনের সামনে অবস্থান নিয়ে পোষ্য কোটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, ভর্তি প্রক্রিয়া অবশ্যই মেধার ভিত্তিতে হতে হবে। কোনোভাবেই পোষ্য কোটার নামে বৈষম্য তারা মেনে নেবেন না। শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন—পোষ্য কোটার কারণে প্রকৃত মেধাবীরা বারবার বঞ্চিত হচ্ছেন।


২১ সেপ্টেম্বর গভীর রাতে উপাচার্যের ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ৪০ মিনিটের আল্টিমেটাম দিয়েছেন। তাদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভিসির ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় চত্বর এখন স্লোগানে মুখর, আর সারাদেশের দৃষ্টি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে নিবদ্ধ।