পাইকগাছায় জলবায়ু সচেতনতায় সাইকেল র্যালি

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা জেলার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ চত্বরে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধরা ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্রাজিলে কপ-৩০ সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভার প্রেক্ষাপটে জলবায়ু সচেতনতা বৃদ্ধিই মূল লক্ষ্য।
মানববন্ধনে বক্তারা কপোতাক্ষ ও শিবসা নদীর দ্রুত খনন এবং উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আহ্বান জানান। তারা আরও বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা অঞ্চলের মানুষ সীমাহীন সংকটের মুখোমুখি। এছাড়া খুলনা-পাইকগাছা সড়কের দ্রুত সংস্কারের মাধ্যমে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবিও জানান তারা।