সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে বিনামূল্যে চক্ষুশিবির

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে বিনামূল্যে চক্ষুশিবির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিনামূল্যে চক্সুশিবির অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সার্বিক তত্ত্বাবধানে এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। গতকাল শনিবার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

চক্ষুশিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, বিশিষ্ট রাজনীতিবিদ ড. মো. মিজানুর রহমান, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, কোষাধক্ষ্য আব্দুল হান্নান রজু, সদস্য এম কোরেইশি মিলু, প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী ও এই চক্ষুশিবিরের আয়োজক মু. জিয়াউল হক মুকুটসহ অন্যরা।

শতাধিক চক্ষু রোগির চিকিৎসা করেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল টিম।