সংবাদ শিরোনাম

খুলনায় খালিশপুর থানা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় খালিশপুর থানা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি :

আজ ২০ সেপ্টেম্বর শনিবার খালিশপুর থানা ছাত্রদল এবং এর অন্তর্গত ওয়ার্ড, ইউনিট কমিটি ও কলেজ শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “ছাত্রদলই গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করছে। ঐক্যবদ্ধ থেকে আমাদের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা ছাত্রদলের আহবায়ক মো: মিরাজ হোসেন মানিক এবং সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব মো: ফয়সাল বাপ্পি।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সক্রিয় থাকতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।

সার্বিক আয়োজন করে খালিশপুর থানা ছাত্রদল, খুলনা মহানগর।